ঢাকা: একের পর এক ভূমিকম্পের আঘাতে কেঁপে ওঠা দক্ষিণ এশিয়ার দেশ নেপালে নয় তলা একটি ভবন ধসে পড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। ভবনটিতে চার শতাধিক মানুষ আটকা পড়েছেন বলে জানা গেছে।
ধসে যাওয়া ভবনটির নাম ‘ধারাহারা’ টাওয়ার বলে জানা গেছে। এদিকে ভূমিকম্পের পরপরই এভারেস্ট পর্বতে তুষার ধস শুরু হয়েছে। এছাড়া নেপালের বিভিন্ন এলাকায় ভূমিধসের খবর পাওয়া গেছে।
এদিকে, ভূমিকম্পের আঘাতে দেশটিতে এখন পর্যন্ত চারজনের প্রাণহানির খবর জানা গেছে। নিহতদের মধ্যে দু’টি শিশু রয়েছে। ধসে পড়েছে বহু বাড়িঘর। বিমানবন্দরসহ বিভিন্ন রাস্তাঘাট বন্ধ রয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) বেলা ১২টা ১১ মিনিটে (বাংলাদেশ সময়) ৭.৯ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।
প্রথম ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী কাঠমাণ্ডুর অদূরে পোখরার কাছে লামজুং। এর ২৬ মিনিট পর দ্বিতীয় এবং ৮ মিনিট পর তৃতীয় ভূমিকম্পটি আঘাত হানে। এরপর আরো গোটা কয় পরাঘাত আঘাত হেনেছে দেশটিতে।
দ্বিতীয় ভূমিকম্পটির উৎপত্তিস্থল দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে হলেও তৃতীয়টির উৎপত্তিস্থল সেই লামজুং বলে জানিয়েছে ইউএসজিএস। এরপর নাগারকট, কোদারি ও পানাওতিতে ভূমিকম্প আঘাত হানে।
দফায় দফায় ভূমিকম্পের কারণে কাঠমান্ডু ও পোখারার বেশ কিছু সড়কেও ফাটল ধরে। জরুরি পরিস্থিতি মোকাবেলায় দেশটির একমাত্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ত্রিভূবন এয়ারপোর্ট বন্ধ ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
জেডএস/