জাতিসংঘ: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বিমান বিধ্বস্ত হয়ে ১৫২ আরোহীর সবাই নিহত হওয়ার ঘটনায় জাতিসংঘ মহাসচিব বান কি মুন শোক প্রকাশ করেছেন।
বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে সমবেদনা জানিয়ে তিনি একটি শোক বার্তা পাঠিয়েছেন।
জাতিসংঘের বিবৃতিতে বলা হয়েছে, “আজ ইসলামাবাদে বিমান বিধ্বস্ত হয়ে বহু মানুষের প্রাণহানীর মহাসচিব গভীর শোকাহত হয়েছেন। ”
ইসলামাবাদের মারগালা পাহাড়ে বুধবার সকালে ভারি বর্ষণ ও পরিষ্কার দেখতে না পেয়ে ১৫২ জন আরোহী নিয়ে বিমানটি বিধ্বস্ত হয়। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী রেহমান মালিক এক্সপ্রেস টিভিকে বলেন, “কেউ বেঁচে নেই। ”
বাংলাদেশ স্থানীয় সময়: ১১০০ ঘন্টা, ২৯ জুলাই, ২০১০