ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

পরমাণু চুক্তি

পুতিনকে ধন্যবাদ ওবামার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০১, জুলাই ১৬, ২০১৫
পুতিনকে ধন্যবাদ ওবামার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ঢাকা: ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির পরমাণু আলোচনা সফল হওয়ায় রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বুধবার (১৫ জুলাই) টেলিফোনে ওবামা পুতিনকে ধন্যবাদ জানান বলে এক বিবৃতিতে জানিয়েছে হোয়াইট হাউজ।

ওবামা-পুতিনের এই ফোনালাপের ঘটনায় ইউক্রেন ইস্যুতে মার্কিন-রাশিয়া সম্পর্কে যে শীতলতা নেমেছিল, এবার ইরান ইস্যুতে তা খানিকটা হলেও গলতে শুরু করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিবৃতিতে বলা হয়, পরমাণু চুক্তিতে সফলতা অর্জনে বিশেষ ভূমিকা রাখায় প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এসময় দুই নেতা এ ব্যাপারে ও বিশ্বজুড়ে আঞ্চলিক অস্থিরতা নিরসনে আরও ঘণিষ্ঠ হয়ে এক সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তাদের আলোচনায় বিশেষ গুরুত্ব পায় সিরিয়া সংকট।

বিবৃতিতে ইউক্রেন ইস্যু নিয়ে দুই নেতার মধ্যে কোনো আলোচনা হয়েছে কি না, সে ব্যাপারে কিছু জানায়নি হোয়াউট হাউজ।

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।