ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ার একাংশকে ‘নিরাপদ’ ঘোষণা তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
সিরিয়ার একাংশকে ‘নিরাপদ’ ঘোষণা তুরস্কের ছবি : সংগৃহীত

ঢাকা: সিরিয়ার একাংশকে ‘নিরাপদ’ ঘোষণা করেছে তুরস্ক। দেশটির কর্তৃপক্ষের দাবি, সিরিয়ার উত্তরাঞ্চলের কয়েকটি এলাকা থেকে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হটিয়ে দিয়েছে তুর্কি বাহিনী।



শনিবার (২৫ জুলাই) এক সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কেভুসোগলু এ ঘোষণা দেন। ইরাক ও সিরিয়ায় আইএস ও তুরস্কে নিষিদ্ধ ঘোষিত কুর্দিশ ওয়ার্কার্স পার্টির (পিকেকে) স্থাপনায় বিমান হামলা শুরুর ব্যাপারে আঙ্কারার ঘোষণা আসার চব্বিশ ঘণ্টার মধ্যে এ ঘোষণা দিলেন মেভলুত।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সিরিয়ার উত্তরাঞ্চলে বেশ কিছু এলাকা জঙ্গিমুক্ত হয়েছে। এসব এলাকায় গৃহহীন হয়ে পড়া জনসাধারণ আশ্রয় নিতে পারে।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
আরএইচ

** ‘পিকেকে’ জঙ্গিগোষ্ঠীর স্থাপনায় তুর্কি বিমান হামলা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।