ঢাকা: বন্দুকধারী গুলিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪ মেরিন সেনাকে হত্যা করেছে। তবে ২৪ বছর বয়সী মোহাম্মাদ ইউসুফ আব্দুল আজিজ নামের সন্দেহভাজন বন্দুকধারীও নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ইউএস নেভি সেন্টারের সামনে এ গুলি চালায় ওই বন্দুকধারী। কুয়েতে জন্ম নেওয়া এ বন্দুকধারী বেশ কয়েকবছর ধরে যুক্তরাষ্ট্রেই বসবাস করে আসছিলেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হচ্ছে। পুলিশ গতবছর তাকে আটকের পর তোলা একটি ছবি প্রকাশ করেছে।
হামলাটি অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের অংশ কিনা সেটা খতিয়ে দেখছে মার্কিন কর্তৃপক্ষ।
মার্কিন নৌবাহিনী বিবৃতিতে জানিয়েছে দেশটির নৌবাহিনীর একটি রিক্রুটমেন্ট সেন্টারে প্রথম হামলাটি হয়। ভবনের দিকে গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ হামলাকারীকে ধাওয়া করে। পরে নৌবাহিনীর সাথে বন্দুক যুদ্ধে নিহত হন তিনি।
নিহত আব্দুল আজিজের সঙ্গে ইসলামিক স্টেটের(আইএস) কোন যোগসূত্র আছে কিনা সেটাও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ০৭৪০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৫
এনএস/