ঢাকা: ‘চোরের মার বড় গলা’ প্রচলিত কথাটি বুঝি এবার সংশোধন করতে হবে; বলতে হবে ‘চোরের-ই বড় গলা’! চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ে গণপিটুনি খাওয়ার পর এলাকাবাসীকে চোরের পাল্টা ‘দেখে নেওয়ার’ হুমকি তো এ সংশোধনী চিন্তাই মাথায় আনবে।
গণপিটুনি খাওয়ার পর এলাকাবাসীকে ‘দেখে নেবো’ বলে সম্প্রতি এ পাল্টা হুমকি দিয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের এক চোর।
রোববার (১৯ জুলাই) ভারতের সংবাদমাধ্যম জানায়, সম্প্রতি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট যুব সংঘ এলাকায় এক চোর চুরি করতে এসে ধরা পড়ে। তাকে পাকড়াও করে ইচ্ছেমতো পিটুনি দেয় এলাকাবাসী। এরপর খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে চোরকে উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যায়।
চোরের পক্ষ থেকে পাল্টা দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় পুলিশ নিয়ে যাওয়ার সময়ই। তার এ দুঃসাহসে হতভম্ব বনে যান সবাই।
স্থানীয়দের অভিযোগ, বালুরঘাট এলাকায় চোরের উপদ্রব বেড়ে গেছে। কিন্তু পুলিশ নিষ্ক্রিয়। আবার পুলিশের দাবি, চুরি রুখতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৫
এইচএ/