ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ভূমিধসে তিন পর্যটকের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
ইন্দোনেশিয়ায় ভূমিধসে তিন পর্যটকের প্রাণহানি

ঢাকা: ইন্দোনেশিয়ায় ভূমিধসে তিন পর্যটকের প্রাণহানি হয়েছে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। এ ঘটনায় কমপক্ষে ১২ জন আহত হয়েছেন।



নানজাক জেলার পূর্ব জাভায় একটি পাহাড় ধসে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির জাতীয় দুর্যোগ সংস্থার কর্মকর্তা সুতোপো পুরো নুগরোহো।

তিনি জানান, ঝরনার নিচে পর্যটকরা গোসল করার সময় পাথর, বালি ধসে পড়লে এ প্রাণহানির ঘটনা ঘটে। ঝরনাটি উইলিস পর্বতের পাদদেশে অবস্থিত।

তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানা যায়নি। নিহতরা কোন দেশের নাগরিক সে বিষয়েও নিশ্চিত করতে পারেনি সংবাদমাধ্যম।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
জেডএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।