ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইসরায়েলে গাড়িতে ইটপাথর নিক্ষেপ করলে ২০ বছরের সাজা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২২, জুলাই ২২, ২০১৫
ইসরায়েলে গাড়িতে ইটপাথর নিক্ষেপ করলে ২০ বছরের সাজা ছবি: সংগৃহীত

ঢাকা: রাস্তায় নেমে ইটপাথর নিক্ষেপ করে গাড়ি ভাংচুরের বিরুদ্ধে কঠোর হচ্ছে ইসরায়েল। যে বা যারা এ‍সব কাজ করবে তাদের সন্ত্রাসী ঘোষণা দিয়ে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।



সোমবার (২০ জুলাই) এ নিয়ে ইসরায়েলের পার্লামেন্টে একটি আইন পাস হয়। সংসদ সদস্যরা শাস্তির মেয়াদ বাড়াতে ভোট দেন।

গত সেপ্টেম্বরে পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের আন্দোলন-বিক্ষোভের পরই এ আইন করা হলো।

ইসরায়েলের বিচারমন্ত্রী আয়েলেট শাকেড বলেন, সন্ত্রাসীদের প্রতি সহিষ্ণুতার দিন শেষ। একজন পাথর নিক্ষেপকারীও সন্ত্রাসী। আর উপযুক্ত শাস্তির মাধ্যমে এ কাজ থেকে তাদের বিরত রাখা সম্ভব।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।