ঢাকা: তুরস্কের সিরিয়া সীমান্তে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে দেশটির সেনাবাহিনীর সদস্যদের ব্যাপক গুলিবিনিময় হয়েছে। এতে এক সৈন্য নিহত ও দুই সৈন্য আহত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সীমান্তের কিলিস প্রদেশের একটি এলাকায় এ গুলিবিনিময় হয়। সরকারি সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম এ খবর জানায়।
খবরে বলা হয়, প্রথমে সিরিয়া অঞ্চল থেকে আইএস জঙ্গিরা একটি তুর্কি সীমান্ত পোস্ট লক্ষ্য করে হামলা চালালে এক সৈন্য নিহত ও দুই সৈন্য আহত হয়।
পরে ভারী অস্ত্র-শস্ত্র নিয়ে এর জবাব দেয় তুর্কি সেনাবাহিনীও। সেনাবাহিনীর গুলিতে নিহত হয় এক জঙ্গি। আহত হয় আরও ক’জন।
সুরুক শহরে জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় ৩২ জন নিহত হওয়ার ঘটনার তিন দিন পর বৃহস্পতিবার এ সহিংসতার খবর এলো।
এদিন দিয়ারবাকির শহরে ট্রাফিক পুলিশের এক সদস্যও গুলিতে নিহত হয়েছেন। অবশ্য, এ হামলার সঙ্গে কারা জড়িত এ বিষয়ে কিছু জানা যায়নি।
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
এইচএ/