ঢাকা: ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ডের (আইএমএফ) কাছে নতুন ঋণের অনুরোধ জানিয়েছে গ্রিস।
শুক্রবার গ্রিসের কাছ থেকে এরকম একটি পত্র পাওয়ার ব্যাপারে সংবাদমাধ্যমকে জানায় আইএমএফ।
ঋণের অনুরোধপত্রটি পাওয়ার পর এক সংক্ষিপ্ত বিবৃতিতে আইএমএফ জানায়, এ ব্যাপারে এখনই কিছু জানানো যাচ্ছে না। আমরা আগে গ্রিস ও আমাদের অন্যান্য ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আলোচনা করবো।
এর আগে গ্রিসের অর্থমন্ত্রী আইএমএফ’র কাছে ঋণের জন্য অনুরোধপত্র পাঠানোর ব্যাপারটি স্বীকার করেন।
একটি নতুন বেলআউট চুক্তির ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন ও ঋণদাতা সংস্থা আইএমএফ’র সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে গ্রিসের।
বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
এসইউ