ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাইরোবিতে রাজনৈতিক জনসভায় বোমা হামলা: নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১০ ঘণ্টা, জুন ১৪, ২০১০

নাইরোবি: কেনিয়ার রাজধানী নাইরোবিতে রোববার একটি রাজনৈতিক জনসভায় উপর্যুপরি বোমা হামলায় কমপক্ষে ৫ জন নিহত এবং ৭৫ জন আহত হয়েছেন।

কেনিয়ার বর্তমান সরকারের প্রস্তাবিত নতুন সংবিধানের বিরুদ্ধে গির্জার নেতৃবৃন্দ ও রাজনীতিকদের অংশগ্রহণে আয়োজিত এই জনসভাটি ছিল মূলত একটি বিশাল প্রার্থনাসভা।



কেনিয়ার প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা নিহতদের সংখ্যা নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘ আমি পরিষ্কার করে বলছি, সরকার এই ঘটনার মূল বের করতে সম্ভব সবকিছুই করবে। ’

উল্লেখ্য, সংবিধানে একটি আইন আছে যেখানে মায়েদের গর্ভপাতের অনুমতি দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রার্থনা চলার সময়  প্রথম বোমাটির বিষ্ফোরণের কয়েক মিনিটের মধ্যে আরেকটি বোমা বিষ্ফোরিত হয়।

বাংলাদেশ স্থ্নীয় সময়:১০৪৮ঘন্টা, ১৪জুন,২০১০
এসআইএস/আরআর/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।