ঢাকা: তুরস্কে স্মরণকালের ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় দেশটির রাজধানী আঙ্কারার পুলিশ প্রধানসহ শীর্ষ তিন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গণমাধ্যমে এ খবর জানানো হয়।
খবরে বলা হয়, আঙ্কারায় জোড়া বোমা বিস্ফোরণে ৯৭ জন নিহত হওয়ার ঘটনায় প্রদেশের পুলিশ প্রধান কাদরি কারতাল, প্রদেশের গোয়েন্দা প্রধান ও নিরাপত্তা প্রধানকে বরখাস্ত করা হয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, জঘন্য ওই সন্ত্রাসী হামলার সুষ্ঠু তদন্তের স্বার্থেই আঙ্কারা প্রদেশের পুলিশ প্রধান ও শীর্ষ দুই কর্মকর্তাকে বরখাস্ত করেছে সরকার।
গত ১০ অক্টোবর সকালে তুরস্কের রাজধানী আঙ্কারায় কুর্দিদের এক মিছিলে আত্মঘাতী বোমা হামলা ঘটনা ঘটে। এতে অন্তত ৯৭ জন নিহত হয়। আহত হয়েছেন আরো অন্তত ১৮৬ জন।
বাংলাদেশ সময়: ০৪৫০ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এসআর