ঢাকা: যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর এক হাজার কর্মকর্তার ব্যক্তিগত তথ্য হ্যাকিংয়ের অভিযোগে এক যুবককে আটক করেছে মালয়েশীয় পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মালয়েশীয় পুলিশের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।
আটককৃত যুবকের নাম অরদিত ফারাজি (২০)। তিনি গত বছর আগস্ট মাসে কম্পিউটার সায়েন্স বিষয়ে পড়তে কোসাভো থেকে মালশিয়ায় যান।
বিবৃতিতে মালয়েশিয়ার পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে আইএসের এক নেতার সঙ্গে ফারাজির যোগাযোগ থাকার প্রমাণ মিলেছে।
এর আগে, গত আগস্টে আইএসের সাথে জড়িত থাকার অভিযোগে ১০ মালয়েশীয়কে আটক করে দেশটির পুলিশ। তাদের মধ্যে ৬ জনই মালয়েশিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্য ছিল।
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
আরএইচএস/আরএইচ