ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘অনুপ্রবেশকারী’ ড্রোন ভূপাতিত করার দাবি তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
‘অনুপ্রবেশকারী’ ড্রোন ভূপাতিত করার দাবি তুরস্কের ছবি: সংগৃহীত

ঢাকা: তুরস্কের সামরিক বাহিনী তাদের আকাশসীমায় প্রবেশকারী একটি ড্রোনকে (মনুষ্যবিহীন উড়ন্ত যান) ভূপাতিত করার দাবি করেছে।

তুরস্কের জেনারেল স্টাফের উদ্ধৃতি দিয়ে শুক্রবার দেশটির দৈনিক সাবাহ পত্রিকা জানায়, তিন বার সতর্ক করার পর ড্রোনটিকে গুলি করে মাটিতে নামিয়ে আনা হয়।



উল্লেখ্য, বর্তমানে তুরস্কের প্রতিবেশী সিরিয়ার বিদ্রোহীদের ওপর হামলা চালাচ্ছে রুশ বিমান বাহিনী। একই সঙ্গে আইএস বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট। এর আগে বেশ কয়েক বার রুশ যুদ্ধ বিমান তুরস্কের আকাশ সীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ করে তুরস্ক।

তবে তুরস্কে ভূপাতিত ড্রোনটি কোন দেশের তা নিয়ে স্পষ্ট কোনো ধারণা পাওয়া পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
আরআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।