ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সুইডেনে স্কুলে মুখোশধারীর হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
সুইডেনে স্কুলে মুখোশধারীর হামলা, নিহত ২

ঢাকা: সুইডেনে মুখোশধারী এক ব্যক্তির হামলায় স্কুলছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর ট্রল্লহটতনের একটি স্কুলে এ হামলার ঘটে।



নিহতদের মধ্যে একজন ছাত্র ও একজন শিক্ষক রয়েছেন। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, তলোয়ার হাতে হামলাকারী ব্যক্তি পালিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ২১ বছর বয়সী ওই তরুণ ট্রল্লহটতনের অধিবাসী।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোরনান স্কুলে ক্যাফে এলাকায় স্থানীয় সময় সকাল ১০টার কিছু পর এ হামলার ঘটনা ঘটে। এ সময় আতঙ্কে স্কুল ভবনের দিকে ছোটাছুটি শুরু করে শিক্ষার্থীরা।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় হামলাকারীকে আটক করে পুলিশ। এছ‍াড়া আহত দুই স্কুলছ‍াত্রকে উদ্ধার করে হাসপাতাল ভর্তি করা হয়েছে।

বাংলোদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।