ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরাকের যৌথ অভিযানে ৭০ বন্দী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
যুক্তরাষ্ট্র-ইরাকের যৌথ অভিযানে ৭০ বন্দী উদ্ধার ছবি: সংগৃহীত

ঢাকা: ইরাকের উত্তরাঞ্চলে যৌথ অভিযানে ইসলামিক স্টেটের (আইএস) কাছে জিম্মি ৭০ কুর্দি বন্দিকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) পেন্টাগনের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।



যুক্তরাষ্ট্র ও ইরাকের নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযান চলাকালে এক মার্কিন সেনার মৃত্যু হয়েছে বলেও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে পূর্ব পরিকল্পিত এই অভিযানকে সফল উল্লেখ করে পেন্টাগনের মুখপাত্র পিটার কুক জানান, বৃহস্পতিবার ভোরে উত্তর ইরাকের হাউজা শহরের কাছে এ অভিযান চালানো হয়।

এসময় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস-এর হাতে ৭০ কুর্দিকে উদ্ধার করা হয়। এরমধ্যে ২০ জনই ইরাকি সেনা।

যৌথ অভিযানে এক মার্কিন সেনাসহ বেশ কয়েকজন জঙ্গিও নিহত হয়েছেন বলে জানান তিনি।
 
বিবৃতিতে পেন্টাগন জানায়, ২০১০ সালে ইরাক থেকে সৈন্য প্রত্যাহারের পর এই প্রথম কোনো মার্কিন সেনা নিহত হয়েছেন। আহত হয়ে

এছাড়া ৪আইএস জঙ্গিকে আটক করা হয়েছে।

ইরাক ও সিরিয়ায় খেলাফত দাবি করে যুদ্ধে জড়িয়ে পড়ে আইএস। ইরাকে কুর্দিদের জিম্মি করে মুক্তিপণ দাবির পাশাপাশি তাদের অমানুষিক নির্যাতনও করছে তারা।

আর মুক্তিপণ না পেলে বন্দিদের হত্যা করে ফেলে আইএস জঙ্গিরা।

এসব ঘটনায় আইএস জঙ্গিদের প্রতিহত করতে লড়াই শুরু করে ইরাকের পেশমারগা বাহিনী।

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
আরএইচএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।