ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বেনগাজিতে হামলার ঘটনায় দায় নিলেন হিলারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
বেনগাজিতে হামলার ঘটনায় দায় নিলেন হিলারি

ঢাকা: লিবিয়ার বেনগাজিতে মার্কিন কনস্যুলেটে হামলার ঘটনায় আবারও দায়ভার নিলেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। মার্কিন কংগ্রেসের প্যানেলে ১১ ঘণ্টাব্যাপী জেরার সময় তিনি এ স্বীকারোক্তি দেন।



এ সময় তিনি জানান, ঘটনার আগে মার্কিন নাগরিকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা না করতে পারলেও পরে ঠিকই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিলেন তিনি।

এদিকে, হিলারির দল ডেমোক্রেটিক পার্টি অভিযোগ করেছে, তাকে বিতর্কিত করতেই কংগ্রেসের এমন জেরার অয়োজন। তবে ডেমোক্রেটিকদের অভিযোগের জবাবে কংগ্রেস জানিয়েছে, সত্য উদ্ঘাটনই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ সেপ্টেম্বর বেনগাজির ওই হামলায় মার্কিন কূটনীতিকসহ চারজন প্রাণ হারান। তখন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন হিলারি ক্লিনটন। এর পরপরই কূটনীতিক নিরাপত্তা নিশ্চিতে তার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ ওঠে।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।