ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে আশুরার মিছিলে আত্মঘাতী হামলায় নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
পাকিস্তানে আশুরার মিছিলে আত্মঘাতী হামলায় নিহত ২২ ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানে আশুরার মিছিলে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাই শিশু।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন।

শুক্রবার (২৩ অক্টোবর) গভীররাতে দেশটির জাকোবাবাদের লাশারি মহল্লায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো শনিবার (২৪ অক্টোবর) সকালে এই খবর প্রকাশ করেছে।

পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, বোমা হামলার সময় মহররমের মিছিলটি একটি রাস্তা প্রদক্ষিণ করছিল। এ ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল নিজেদের নিয়ন্ত্রণে নেয় এবং শহরের হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করে।

এর আগে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলুচিস্তানের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় শিশুসহ অন্তত ১০ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।

এ হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি বলে জানা গেছে। পাকিস্তানে গত কয়েক দশক ধরে শিয়া অনুসারিদের ওপর এ ধরনের হামলায় এখন পর্যন্ত হাজারো মানুষ মারা গেছেন।

বাংলাদেশ সময়: ০৮৫৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫, আপডেট ০৯৫৬
আরএইচএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।