ঢাকা: নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে দু’টি মসজিদে পৃথক আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। এছাড়াও শুক্রবারের (২৩ অক্টোবর) এই ঘটনায় আহত হয়েছেন আরও ১০০ জন।
শনিবার (২৪ অক্টোবর) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।
শুক্রবার (২৩ অক্টোবর) নাইজেরিয়ার আদামাওয়া প্রদেশের ইয়োলা শহরের একটি নতুন মসজিদে ও বর্ন প্রদেশের মাইদুগুরিতে নামাজের সময় পৃথক আত্মঘাতী বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এই সময় ইয়োলা শহরে ২৭ জন ও মাইদুগুরিতে ২৮ জন নিহত হন।
হামলার পরপরই আহতদের জন্য রক্ত চেয়ে আহ্বান জানায় দেশটির রেডিও স্টেশনগুলো।
এইদিকে বোমা হামলায় কারা রয়েছে তা জানা যায় নি। তবে অঞ্চলটিতে বোকো হারাম জঙ্গি গোষ্ঠী প্রায়ই হামলা চালিয়ে থাকে।
বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
আরএইচএস/আরআই