ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় একটি বিশ্ববিদ্যালয়ে কুচকাওয়াজ চলাকালে এক মাতাল নারীর গাড়ির নিচে চাপা পড়ে শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৪ জন।
রোববার (২৫ অক্টোবর) দেশটির পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
ওকলাহোমা পুলিশ জানিয়েছে, স্টেট ইউনিভার্সিটিতে আসন্ন অ্যালামনাই উপলক্ষে কুচকাওয়াজ মহড়া অনুষ্ঠিত হচ্ছিল। এমন সময় এক নারী বেপরোয়া গাড়ি চালিয়ে দর্শকদের ভিড়ের মধ্যে ঢুকে পড়লে এ দুর্ঘটনা ঘটে। ২৫ বছর বয়সী ওই নারী গাড়িচালককে আটক করেছে পুলিশ। তিনি মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে।
এ দুর্ঘটনাকে আমেরিকার গত তিন দশকের মধ্যে সবচেয়ে মর্মান্তিক উল্লেখ করে পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই তিনজন নিহত হন। গুরুতর আহত এক দুই বছরের শিশুকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
আরএইচএস/আরএইচ