ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চিলিতে শক্তিশালী জোড়া ভূমিকম্প, স্বল্পমাত্রার সুনামি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
চিলিতে শক্তিশালী জোড়া ভূমিকম্প, স্বল্পমাত্রার সুনামি

ঢাকা: চিলিতে এক ঘণ্টার ব্যবধানে দু’টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে কম্পন দু’টির মাত্রা ছিল যথাক্রমে ৫ দশমিক ১ ও ৬ দশমিক ৯।



স্থানীয় সময় মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টা ৫৪ মিনিটে (বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টা ৫৪ মিনিট) চিলির উত্তরাঞ্চলীয় লা সেরেনা এলাকায় প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। এর এক ঘণ্টা পরই দ্বিতীয় ভূকম্পণে কেঁপে ওঠে ওই এলাকা। এ ঘটনায় ওই অঞ্চলে স্বল্পমাত্রার সুনামি’র সৃষ্টি হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানাচ্ছে, প্রথম ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল লা হিগুয়েরা থেকে সমু্দ্রের ভেতরে ৯৭ কিলোমিটার পশ্চিমে ও বন্দরনগরী কোকুইম্বো থেকে ৯৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। দ্বিতীয় ভূকম্পণটির কেন্দ্রও একই স্থানে ছিল।

শক্তিশালী এই জোড়া ভূকম্পণের আঘাতে এখন পর্যন্ত ওই এলাকায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫/আপডেট: ১১০১ ঘণ্টা
আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।