ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিহত আট হামলাকারীর সাতজনই ছিলো আত্মঘাতী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
নিহত আট হামলাকারীর সাতজনই ছিলো আত্মঘাতী ছবি: সংগৃহীত

প্যারিসে হামলার ঘটনায় এ পর্যন্ত আট হামলাকারী নিহত হয়েছে বলে জানিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। তাদের মধ্যে সাতজনই ছিলো আত্মঘাতী বোমারু।



ফ্রান্সের প্রসিকিউটর অফিসের মুখপাত্রী অ্যাগনেস থিবোলো লিকুইভেরা এএফপিকে বলেন অাটজন সন্ত্রাসীকে হত্যা করেছে নিরাপত্তা কর্মীরা। নিহত আট সন্ত্রাসীর সাতজনই ছিলো আত্মঘাতী বোমারু। আরও সন্ত্রাসী থাকতে পারে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, শুক্রবার রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে পৃথক পৃথক সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছে কমপক্ষে দেড়শ’জন। আহত হয়েছেন বহু। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্যারিসের বাতাক্লঁ হলে এবং জাতীয় স্টেডিয়াম স্টেডি দ্য ফ্রান্স সংলগ্ন এলাকায় এসব হামলা চালানো হয়। এ সময় বাতাক্লঁ হলে একটি জনপ্রিয় মার্কিন ব্যান্ড সঙ্গীত দলের কনসার্ট চলছিল। শুধু বাতাক্লঁ হলেই ১১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফরাসি কর্তৃপক্ষ।

বাতাক্লঁ হলে কনসার্ট চলার সময় সমবেত দর্শনার্থীদের ওপর চার হামলাকারী নির্বিচারে গুলি চালাতে শুরু করে। খবর পেয়ে ফরাসি কমান্ডোরা সন্ত্রাসীদের প্রতিহত করতে অভিযানে নামলে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায় হামলাকারীরা। এসব হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে কমপক্ষে ১১৮ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে ফরাসি কর্তৃপক্ষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।   

এছাড়া ফ্রান্সের স্টেডি দ্য ফ্রান্স জাতীয় স্টেডিয়াম সহ আরও ৫টি পৃথক স্থানে হামলা চালায় সন্ত্রাসীরা। এ সব ঘটনায় মারা গেছে আরও ৪০ জন।

স্টেডি দ্য ফ্রান্সে এ সময় ফ্রান্স ও জার্মানির মধ্যে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ চলছিলো। এ সময় ম্যাচ উপভোগে সেখানে উপস্থিত ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ওঁলাদ। এ সময় তাকে দ্রুত সরিয়ে নিয়ে যান দেহরক্ষীরা।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
আরআই

** প্যারিস হতাহতে বাংলাদেশি থাকার খবর নেই
** থিয়েটার হলে জিম্মিদের একে একে জবাই করে জঙ্গিরা
** সন্ত্রাসী হামলায় রক্তাক্ত প্যারিস
** জরুরি অবস্থা জারি, সীমান্ত বন্ধ প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৫৩ জনের মৃত্যু
** ফ্রান্সে জরুরি অবস্থা জারি, সীমান্ত বন্ধ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।