ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সন্ত্রাসী হামলায় রক্তাক্ত প্যারিস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
সন্ত্রাসী হামলায় রক্তাক্ত প্যারিস ছবি: সংগৃহীত

ভয়াবহ সন্ত্রাসী হামলায় রক্তাক্ত শিল্প-সংস্কৃতির পীঠস্থান প্যারিস। পৃথক হামলায় এ পর্যন্ত ১৫৩ জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

আহত হয়েছেন অনেকে।

প্যারিসের স্টেডে দ্য ফ্রান্সে ফ্রান্স-জার্মানি ফুটবল ম্যাচ চলার সময়ে হামলায় আতঙ্কিত হয়ে পড়েন দর্শক-খেলোয়াড়রা। দর্শক সারিতে এ সময় ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ।

সব মিলিয়ে থেমে থেমে হামলায় স্তব্ধ হয়ে পড়ে প্যারিস। বাংলানিউজের পাঠকদের জন্য এ হামলার চিত্র দেওয়া হল।



অতর্কিত হামলায় দর্শক গ্যালারি থেকে মাঠে ছুটোছুটি করতে থাকেন দর্শকরা।

মানচিত্রে প্যারিসে চালানো হামলার স্থান।


হামলায় আহতদের হাসপাতালে নিতে উদ্ধারকর্মীদের তৎপরতা।



একযোগে প্যারিসের পৃথক সাতটি জায়গায় হামলা চালানো হয়।



পুলিশের কঠোর নিরাপত্তা জোরদার।



আহতদের সরিয়ে নিচ্ছেন ফ্রান্সের দমকল কর্মীরা।


আহতদের প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন কর্মীরা।


আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার খণ্ডচিত্র।


পরিস্থিতি বিবেচনায় দেশটিতে জরুরি অবস্থা জারি করেছে সরকার; মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী।


বিস্ফোরণের শব্দে স্টেডি দ্য ফ্রান্সে আতঙ্কিত দর্শকদের ছুটোছুটি।


বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।