ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্যারিস হতাহতে বাংলাদেশি থাকার খবর নেই

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
প্যারিস হতাহতে বাংলাদেশি থাকার খবর নেই

ঢাকা: প্যারিসে শুক্রবার রাতে সংঘটিত নজিরবিহীন সন্ত্রাসী হামলায় হতাহতদের মধ্যে কোনো বাংলাদেশি থাকার খবর এখনও পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনু বিভাগের মহাপরিচালক মো.বদিরুজ্জামান বলেন,এই হামলায় আমরা এখন পর্যন্ত কোনো বাংলাদেশি হতাহতের খবর পাইনি।

প্যারিসে বাংলাদেশের মিশনের কর্মকর্তারা খোঁজ খবর নিচ্ছেন। তাদের পাঠানো প্রতিবেদনের অপেক্ষা করছি আমরা।

উল্লেখ্য, শুক্রবার রাতে প্যারিসের ইতিহাসের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় মারা গেছেন কমপক্ষে ১৫৩ জন। আহত হয়েছেন আরও দুই শতাধিক।
ছয়টি স্থানে একযোগে হামলা চালায় আত্মঘাতী হামলাকারীরা।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
আরআই
 


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।