ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্যারিস হামলা

গত সপ্তাহে জার্মানিতে আটক বন্দুকধারীর দিকে সন্দেহের তীর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
গত সপ্তাহে জার্মানিতে আটক বন্দুকধারীর দিকে সন্দেহের তীর ছবি: সংগৃহীত

ঢাকা: গত সপ্তাহে জার্মানির বাভারিয়ায় আটক করা হয় ৫১ বছর বয়সী এক বন্দুকধারীকে। ধারণা করা হচ্ছে, প্যারিস হামলার সঙ্গে তার সংশ্লিষ্টতা থাকতে পারে।



এ ব্যাপারে ফরাসী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছে জার্মান কর্তৃপক্ষ।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, গত ৫ নভেম্বর বাভারিয়ায় অস্ট্রিয়া সংলগ্ন সীমান্তবর্তী এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয় ওই ব্যক্তিকে। এ সময় আটককৃতের গাড়ি থেকে বিস্ফোরক দ্রব্য ও হ্যান্ডগ্রেনেডও উদ্ধার করা হয়।

বাভারিয়া পুলিশের মুখপাত্র লুডউইগ ওয়ালডিঙ্গার বলেছেন, আটকের বিষয়টি নিশ্চিত করতে পারলেও এই মুহূর্তে এর বেশি তথ্য দিতে পারছি না।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।