ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তিন প্রশিক্ষিত জঙ্গি দলের সমন্বয়ে প্যারিসে হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
তিন প্রশিক্ষিত জঙ্গি দলের সমন্বয়ে প্যারিসে হামলা ছবি : সংগৃহীত

ঢাকা: ভয়াবহ সন্ত্রাসী হামলায় রক্তাক্ত শিল্প-সংস্কৃতির পীঠস্থান প্যারিস। পৃথক হামলায় নিহতের সংখ্যা এখন পর্যন্ত ১২৯ জন।

এই ভয়ানক হামলা তিনটি প্রশিক্ষিত জঙ্গি দল চালিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রসিকিউটর।

শনিবার (১৪ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে প্রসিকিউটর ফ্রাঁসোয়া মোলিন্স এ কথা বলেন।

তিনি জানান, প্রথমে আটজন বলা হলেও সাতজন জঙ্গি সদস্য হামলায় নিহত হয়েছেন। ঘটনায় সন্দেহভাজন হিসেবে বেশ কয়েকজনকে ধরা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এদিকে, হামলাকারীরা তিনটি দলে ভাগ হয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে হামলা চালায়।

প্রসিকিউটর বলেন, জঙ্গিরা কোথা থেকে এসেছে ইতোমধ্যে আমরা তা বের করেছি। সেই সঙ্গে তাদের অর্থায়ন সম্পর্কেও ধারণা করা গেছে। বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।

বিস্ফোরক বেল্ট এবং ভারী অস্ত্র নিয়ে এসব হামলা পরিচালনা করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, তার দেওয়া তথ্য অনুযায়ী- এতে আহত হয়েছেন ৩৬২ জন। যার মধ্যে গুরুতর ৯৯ জনের মতো। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

হামলায় জড়িত থাকার অভিযোগে শনিবার প্রতিবেশী দেশ বেলজিয়াম থেকে তিনজনকে আটক করা হয়েছে বলে জানান প্রসিকিউটর। অন্যদিকে, বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মিশেল বলেছেন, ব্রাসেলসের কাছে আটক তিনজনের একজন শুক্রবার সন্ধ্যায় প্যারিসে ছিলেন।

নিহত হামলাকারীদের মধ্যে একজন ৩০ বছর বয়সী ফরাসি নাগরিক বলে শনাক্ত হয়েছে। এছাড়া নিহতদের মধ্যে তিনজন চিলির নাগরিক রয়েছেন।

তার আগে জাতির উদ্দেশে ভাষণ দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। তিনি বলেন, এ ঘটনায় জড়িত আইএস জঙ্গি দল।

শুক্রবার দিনগত রাতে প্যারিসের বাতাক্লঁ থিয়েটার হল ও স্তেদে দ্য ফ্রান্স স্টেডিয়াম সংলগ্ন এলাকায় হামলা চালায় সন্ত্রাসীরা। সেন্ট ডেনিসেও হামলা চালায় বন্দুকধারীরা। একযোগে চালানো এসব হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। হামলার পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট। এ ঘটনায় ফ্রান্সজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

বাংলাদেশ সময়: ০১১৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫, আপডেট ০৩১৬, ০৫২৬
আইএ

** প্যারিস হামলায় হতাহতে শেখ হাসিনার নিন্দা ও শোক
** বাংলাদেশিদের তথ্য জানতে দূতাবাসে হটলাইন
** হামলার শঙ্কায় বন্ধ লুভর-আইফেল টাওয়ার
** শীর্ষ টার্গেটেই থাকবে ফ্রান্স, হুমকি আইএসের
** প্যারিস ভ্রমণে সতর্কতা বেলজিয়ামের
** প্যারিসের বোমাবাজের মরদেহে সিরিয়ান পাসপোর্ট
** প্যারিস হামলার পর ভারতে সর্বোচ্চ সতর্কতা

** প্যারিস হামলায় আইএস জড়িত, এটা যুদ্ধের শামিল
** প্যারিস ভ্রমণে সতর্কতা বেলজিয়ামের
** প্যারিস হামলায় আইএসের দায় স্বীকার
** ফ্রান্সে ৩ দিনের শোক ঘোষণা
** খেলার মধ্যেই কাঁপলো ‘স্টাদে দ্য ফ্রান্স’ (ভিডিও)
** নিহত আট হামলাকারীর সাতজনই ছিলো আত্মঘাতী
** প্যারিস হতাহতে বাংলাদেশি থাকার খবর নেই
** থিয়েটার হলে জিম্মিদের একে একে জবাই করে জঙ্গিরা
** সন্ত্রাসী হামলায় রক্তাক্ত প্যারিস
** জরুরি অবস্থা জারি, সীমান্ত বন্ধ প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৫৩ জনের মৃত্যু
** ফ্রান্সে জরুরি অবস্থা জারি, সীমান্ত বন্ধ
** বাতাক্লঁয়ে হামলাকারীদের একজন ফরাসি নাগরিক
** প্যারিসে হামলায় ওবামার নিন্দা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।