ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কে আত্মঘাতী বিস্ফোরণে চার পুলিশ আহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
তুরস্কে আত্মঘাতী বিস্ফোরণে চার পুলিশ আহত

ঢাকা: তুরস্কের দক্ষিণাঞ্চলের একটি শহরে ‘জঙ্গি’র আত্মঘাতী বোমা বিস্ফোরণে ‍অন্তত চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বিস্ফোরণকারী জঙ্গি ইসলামিক স্টেটের (আইএস) সদস্য বলে দাবি করা হচ্ছে।

শনিবার (১৪ নভেম্বর) সিরিয়ার সীমান্তবর্তী গাজিয়ানতেপ শহরে পুলিশের অভিযান চলাকালে এ বিস্ফোরণ ঘটানো হয়। । স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার (১৫ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানায়।

কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজিয়ানতেপ শহরের একটি ১০ তল‍া ভবনের অ্যাপার্টমেন্টে সন্দেহভাজন জঙ্গি ধরতে অভিযানে যায় পুলিশ। অভিযান চলাকালে পুলিশ সদস্যদের লক্ষ্য করে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় আইএসের সন্দেহভাজন সদস্য। এতে চার পুলিশ সদস্য আহত হন। চারজনকেই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদমাধ্যম জানাচ্ছে, রোববার তুরস্কের বেলেক নামে যে শহরে জি২০ শীর্ষ সম্মেলন শুরু হয়েছে, সে শহর থেকে ৮০০ কিলোমিটার দূরে স্থানীয় প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এ বিস্ফোরণের ঘটনা ঘটলো।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫/আপডেট ১৪৫১ ঘণ্টা
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।