ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্যারিসে সন্ত্রাসীদের ব্যবহৃত গাড়িতে ‘কিছুসংখ্যক’ একে-৪৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
প্যারিসে সন্ত্রাসীদের ব্যবহৃত গাড়িতে ‘কিছুসংখ্যক’ একে-৪৭ ছবি: সংগৃহীত

ঢাকা: ফ্রান্সের রাজধানী প্যারিসে হামলায় ‘সন্ত্রাসীদের ব্যবহৃত গাড়ি’তে বেশ কিছু একে-৪৭ (স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র) পেয়েছে স্থানীয় পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) সকালে প্যারিসের উপকণ্ঠ মঁত্রেইলে সন্দেহভাজন গাড়িটি চিহ্নিত করার পর তল্লাশি চালিয়ে এ আগ্নেয়াস্ত্র পাওয়া যায়।



প্যারিস হামলার তদন্তকারী কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

কর্মকর্তারা জানান, শুক্রবার (১৩ নভেম্বর) রাতে ওই হামলার পর মঁত্রেইলে একটি সন্দেহভাজন গাড়ির খবর দেন স্থানীয়রা। পরে সেটিতে তল্লাশি চালিয়ে বেশ কিছু একে-৪৭ পাওয়া যায়।

স্থানীয়রা মনে করছেন, সন্ত্রাসীরা এ গাড়িটি ব্যবহার করেই রু ফঁতেইঁ-অ’-রোয়ার ক্যাফে ও রু-দ্য-শারোনের রেস্টুরেন্টে হামলা চালিয়েছে।

শুক্রবার রাতে প্যারিসের রু ফঁতেইঁ-অ’-রোয়ার ও রু-দ্য-শারোন ছাড়াও বাতাক্লঁ থিয়েটার হল, স্তেদে দ্য ফ্রান্স স্টেডিয়াম সংলগ্ন এলাকা ও সেন্ট ডেনিসে হামলা চালায় বন্দুকধারীরা। এতে ১২৯ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। এছাড়া, আহত হয়েছে ৩৬২ জন। এদের মধ্যে ৯৯ জনের অবস্থা গুরুতর।

হামলার পরপরই ফ্রান্সজুড়ে জরুরি অবস্থ‍া জারি করা হয়। এ হামলার দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এখন ফ্রান্সে তিন দিনের শোক পালিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫/আপডেট ১৭৪২ ঘণ্টা
এইচএ/

** প্যারিসের প্রথম হামলাকারী চিহ্নিত
** সব জায়গায় রক্ত আর মাংসপিণ্ডের ছড়াছড়ি
** ফরাসি হামলাকারীর বাবা-ভাই পুলিশি হেফাজতে
** তিন প্রশিক্ষিত জঙ্গি দলের সমন্বয়ে প্যারিসে হামলা
** প্যারিস হামলায় হতাহতে শেখ হাসিনার নিন্দা ও শোক
** বাংলাদেশিদের তথ্য জানতে দূতাবাসে হটলাইন
** হামলার শঙ্কায় বন্ধ লুভর-আইফেল টাওয়ার
** শীর্ষ টার্গেটেই থাকবে ফ্রান্স, হুমকি আইএসের
** প্যারিস ভ্রমণে সতর্কতা বেলজিয়ামের
** প্যারিসের বোমাবাজের মরদেহে সিরিয়ান পাসপোর্ট
** প্যারিস হামলার পর ভারতে সর্বোচ্চ সতর্কতা

** প্যারিস হামলায় আইএস জড়িত, এটা যুদ্ধের শামিল
** প্যারিস ভ্রমণে সতর্কতা বেলজিয়ামের
** প্যারিস হামলায় আইএসের দায় স্বীকার
** ফ্রান্সে ৩ দিনের শোক ঘোষণা
** খেলার মধ্যেই কাঁপলো ‘স্টাদে দ্য ফ্রান্স’ (ভিডিও)
** নিহত আট হামলাকারীর সাতজনই ছিলো আত্মঘাতী
** প্যারিস হতাহতে বাংলাদেশি থাকার খবর নেই
** থিয়েটার হলে জিম্মিদের একে একে জবাই করে জঙ্গিরা
** সন্ত্রাসী হামলায় রক্তাক্ত প্যারিস
** জরুরি অবস্থা জারি, সীমান্ত বন্ধ প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৫৩ জনের মৃত্যু
** ফ্রান্সে জরুরি অবস্থা জারি, সীমান্ত বন্ধ
** বাতাক্লঁয়ে হামলাকারীদের একজন ফরাসি নাগরিক
** প্যারিসে হামলায় ওবামার নিন্দা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।