ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্যারিসের মতো ওয়াশিংটনেও হামলার হুমকি আইএসের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
প্যারিসের মতো ওয়াশিংটনেও হামলার হুমকি আইএসের ছবি : সংগৃহীত

ঢাকা: ফ্রান্সের রাজধানী প্যারিসে বর্বরোচিত হামলার পর এবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনেও একই কায়দায় হামলার হুমকি দিয়েছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। সেইসঙ্গে সিরিয়া-ইরাকে জঙ্গি দমনে বিমান হামলা করা দেশগুলোকেও ফ্রান্সের ভাগ্যবরণে প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছে তারা।



সোমবার (১৬ নভেম্বর) এক ভিডিও বার্তায় এ হুমকি দেয় আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীটি। ভিডিও বার্তাটি আইএসের ব্যবহৃত ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ওই ওয়েবসাইটের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

ভিডিও বার্তায় প্রথমে প্যারিসে হামলা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনের ফুটেজ দেখানো হয়। এরপর কথা বলেন আইএস যোদ্ধাদের পোশাক ও পাগড়ি পরিহিত ‘আল গারিব দ্য আলজেরিয়ান’ ‍ছদ্মনামী এক ব্যক্তি।

তিনি বলেন, ‘যেসব দেশ আমাদের আক্রমণে নেমেছো, তাদের বলতে চাই, খোদা চাইলে, তোমাদেরও ভাগ্যে ফ্রান্সের মতো একটি দিন আসবে। খোদার ইচ্ছায় আমরা যেমন প্যারিসের প্রাণকেন্দ্রে আঘাত করেছি, তেমনি শপথ করছি, খোদার ইচ্ছায়ই আমেরিকার প্রাণকেন্দ্র ওয়াশিংটনে আঘাত করবো। ’

ভিডিও বার্তায় ইউরোপে আরও বেশি হামলার হুমকি দিয়ে ওই ব্যক্তি বলেন, ‘ইউরোপের দেশগুলোকে আমরা বলতে চাই, আমরা আসছি, আরও পরিকল্পনা করে বিস্ফোরক আর আগ্নেয়াস্ত্র নিয়ে নিয়ে। এখন তোমরা আমাদের স্তব্ধ করে দিতে পারবে না, কারণ আমরা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ’

আইএসের এ ভিডিও বার্তার বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় দেশগুলোর কারও মন্তব্য পাওয়া যায়নি।

১৩ নভেম্বর রাতে প্যারিসের বিভিন্ন এলাকায় হামলা চালায় আইএসের সন্ত্রাসীরা। এসব ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১৩২ জন নিহত হয়েছে। এছাড়া, আহত হয়েছে ৩৬২ জন। এদের মধ্যে ৯৯ জনের অবস্থা গুরুতর।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫/আপডেট ২০১৪ ঘণ্টা
এইচএ

** প্যারিস হামলার ‘মূল হোতা’ শনাক্ত
** প্যারিস, পাশে রয়েছি বন্ধু
** প্যারিসে সন্ত্রাসীদের ব্যবহৃত গাড়িতে ‘কিছুসংখ্যক’ একে-৪৭
** প্যারিসের প্রথম হামলাকারী চিহ্নিত
** সব জায়গায় রক্ত আর মাংসপিণ্ডের ছড়াছড়ি
** ফরাসি হামলাকারীর বাবা-ভাই পুলিশি হেফাজতে
** তিন প্রশিক্ষিত জঙ্গি দলের সমন্বয়ে প্যারিসে হামলা
** প্যারিস হামলায় হতাহতে শেখ হাসিনার নিন্দা ও শোক
** বাংলাদেশিদের তথ্য জানতে দূতাবাসে হটলাইন
** হামলার শঙ্কায় বন্ধ লুভর-আইফেল টাওয়ার
** শীর্ষ টার্গেটেই থাকবে ফ্রান্স, হুমকি আইএসের
** প্যারিস ভ্রমণে সতর্কতা বেলজিয়ামের
** প্যারিসের বোমাবাজের মরদেহে সিরিয়ান পাসপোর্ট
** প্যারিস হামলার পর ভারতে সর্বোচ্চ সতর্কতা

** প্যারিস হামলায় আইএস জড়িত, এটা যুদ্ধের শামিল
** প্যারিস ভ্রমণে সতর্কতা বেলজিয়ামের
** প্যারিস হামলায় আইএসের দায় স্বীকার
** ফ্রান্সে ৩ দিনের শোক ঘোষণা
** খেলার মধ্যেই কাঁপলো ‘স্টাদে দ্য ফ্রান্স’ (ভিডিও)
** নিহত আট হামলাকারীর সাতজনই ছিলো আত্মঘাতী
** প্যারিস হতাহতে বাংলাদেশি থাকার খবর নেই
** থিয়েটার হলে জিম্মিদের একে একে জবাই করে জঙ্গিরা
** সন্ত্রাসী হামলায় রক্তাক্ত প্যারিস
** জরুরি অবস্থা জারি, সীমান্ত বন্ধ প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৫৩ জনের মৃত্যু
** ফ্রান্সে জরুরি অবস্থা জারি, সীমান্ত বন্ধ
** বাতাক্লঁয়ে হামলাকারীদের একজন ফরাসি নাগরিক
** প্যারিসে হামলায় ওবামার নিন্দা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।