ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আত্মঘাতী বোমায় নাইজেরিয়ায় ১৫ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
আত্মঘাতী বোমায় নাইজেরিয়ায় ১৫ জনের প্রাণহানি ছবি: সংগৃহীত

ঢাকা: আত্মঘাতী বোমা হামলায় নাইজেরিয়ায় কমপক্ষে ১৫ জনের প্রাণহানি ঘটেছে।
 
স্থানীয় সময় বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে দেশটির উত্তরাঞ্চলের কানো শহরের একটি ব্যস্ততম মোবাইল ফোন মার্কেটে এ হামলার ঘটনা ঘটে।



আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, নাইজেরিয়ার উত্তরাঞ্চলের সবচেয়ে বড় শহর কানোর ফার্ম সেন্টারে এ বিস্ফোরণ ঘটায় দুই নারী। এরমধ্যে একজন ১১ বছর বয়সী এবং আরেক জনের বয়স ১৮।

দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় বোমা বাহক হিসেবে অল্প বয়সী মেয়েদের ব্যবহার করছে উগ্রপন্থি সংগঠন বোকো হারাম।

এ ঘটনায় গত ছয় বছরে এই অঞ্চলে ১৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং প্রায় ২ দশমিক ৬ মিলিয়ন গৃহহীন হয়ে পড়ে।
২০১৪ সালে কানোর ওই এলাকায় বোকো হারামের হয়ে এক সপ্তাহে প্রায় চারবার বোমার বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী তরুণীরা।

কানো পুলিশের মুখপাত্র মুসা মাগাজি মাজিয়া বলেন, একটি মিনিবাসে করে কয়েকজন নারী ফার্ম সেন্টারের মোবাইল ফোন মার্কেটে আসেন। তাদের সবাই হিজাব পড়া ছিলেন। এর মধ্যে একজন ১১ বছর বয়সী এবং আরেকজন ১৮ বয়সের তরুণী ছিলেন।

‘একজন মার্কেটের ভেতরে যান আর অন্যজন বাইরে অবস্থান করছিলেন; আর তখনই বিস্ফোরণ ঘটে। এতে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। ’
 
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে ওই দুই নারী আছেন কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না বলেও জানান তিনি।  

এর আগে স্থানীয় সময় মঙ্গলবার রাতে  নাইজেরিয়ার ইয়োলা শহরে বোমা বিস্ফোরণে কমপক্ষে ৩২ জনের প্রাণহানি ঘটে।

বাংলাদেশ সময়: ০৫১০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।