ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আইএস দমনে ফ্রান্স-রাশিয়া জোট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
আইএস দমনে ফ্রান্স-রাশিয়া জোট ছবি: সংগৃহীত

ঢাকা: ইসলামিক স্টেট (আইএস) দমনে ভূমধ্যসাগরে ফরাসি এয়ারক্রাফট ক্যারিয়ার ‘শার্ল দ্য গ’ল’-কে সব ধরনের সহযোগিতা দেবে রাশিয়ার যুদ্ধজাহাজ।

সম্প্রতি ফ্রান্স ও মস্কোর মধ্যে এরকমই একটি সৌহার্দ্যপূর্ণ সিদ্ধান্ত হয়েছে।

সিরিয়ায় চলমান সংঘাত নিরসন না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত অব্যাহত থাকবে।

এর আগে, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার ভূমধ্যসাগরীয় যুদ্ধজাহাজগুলোকে ফ্রান্সের শার্ল দ্য গ’লের সঙ্গে ‘সরাসরি যোগাযোগ’র নির্দেশ দেন।

বুধবার (১৮ নভেম্বর) শার্ল দ্য গ’ল ফ্রান্সের দক্ষিণাঞ্চলের পোর্ট অব তুলোঁ ছেড়ে যায়।

সিরিয়ায় সামরিক অভিযান বিষয়ক সভায় পুতিন রাশিয়ান আর্মির প্রধানকে নির্দেশ দিয়ে বলেন, ফ্রান্সের সঙ্গে জোট হয়ে কাজ করাটা এ মুহূর্তে যথেষ্ট গুরুত্বপূর্ণ।

এদিকে, আগামী ২৬ নভেম্বর সিরিয়ায় অভিযান চালানো নিয়ে পুতিনের সঙ্গে বৈঠক করবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওলাদঁ।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।