ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৩০ বছর পর ইসরায়েলি গুপ্তচরকে মুক্তি দিলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
৩০ বছর পর ইসরায়েলি গুপ্তচরকে মুক্তি দিলো যুক্তরাষ্ট্র জোনাথন পোলার্ড / ছবি: সংগৃহীত

ঢাকা: ৩০ বছর জেলে রাখার পর ইসরায়েলি গুপ্তচর জোনাথন পোলার্ডকে মুক্তি দিল যুক্তরাষ্ট্র। শুক্রবার (২০ নভেম্বর) উত্তর ক্যারোলিনা কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।



দীর্ঘ সময় কারাভোগের পর মুক্তি পাওয়ায় পোলার্ডকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু।

ইসরায়েলে গোপন সামরিক তথ্য পাচার করতে গিয়ে ধরা পড়েন মার্কিন নৌবাহিনীর এই সাবেক কর্মকর্তা।

প্রথম দিকে তার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি অস্বীকার করলেও পরবর্তীতে তাকে নিজেদের গুপ্তচর বলে স্বীকার করে নেয় ইসরায়েলি কর্তৃপক্ষ।

দীর্ঘ কারাভোগের পর মুক্তি পাওয়ায় জোনাথনকে অভিনন্দন জানিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেন, ‘দীর্ঘ তিন দশক জেলখানায় কঠিন
সময় পার করার পর পরিবারের সদস্যদের সঙ্গে এক হচ্ছেন পোলার্ড। ’

১৯৮৫ সালের নভেম্বরে ইসরায়েলে গোপন তথ্য পাচারের সময় ধরা পড়েন পোলার্ড। ১৯৮৭ সালে তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।

জেল থেকে ছাড়া পেলেও যুক্তরাষ্ট্রে থাকতে পারবে না পোলার্ড। কারণ দেশবিরোধী তৎপরতায় যুক্ত থাকায় তার যুক্তরাষ্ট্রে বসবাস নিষিদ্ধ।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
এমএ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।