ওয়াশিংটন: জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র শনিবার এক যৌথ বিবৃতিতে পাকিস্তান ভিত্তিক সংগঠন হরকাতুল জিহাদকে (হুজি) আন্তর্জাতিক জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করেছে।
এছাড়া হুজির প্রধান ইলিয়াছ কাশমিরির উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এদিকে ২৬/১১ নিয়ে ইলিয়াসের পরিকল্পনার বিষয়ে জানতে তাকে খুঁজছে ভারত।
ভারত মনেকরে, হুজি এবং কাশমিরি ২০০৭ সালে হায়দ্রাবাদের মসজিদে সন্ত্রাসী হামলা চালায়। ওই ঘটনায় প্রায় ১৬ জন নিহত হয়। তাছাড়া হুজি ২০০৭ সালের মার্চে ভারানাসিতে সন্ত্রাসী হামলায় জড়িত বলে সন্দেহ করছে ভারত। এ ঘটনায় ২৫ জন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়।
যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের একটি বিবৃতিতে বলা হয়েছে, হুজি নেতা ইলিয়াস কাশমিরি যুক্তরাষ্ট্র ও এর মিত্রবাহিনীর ওপর হামলার পরিকল্পনা করছে। তিনি হুজি এবং আল-কায়দার জন্য সন্ত্রাসী বাহিনী তৈরি করছে। সংগঠন দুটি একই ধরনের কর্মকান্ড পরিচালনার জন্য যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ হুজিকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে।
বাংলাদেশ সময়: ১০১৫ ঘন্টা, আগষ্ট ০৭, ২০১০