ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে জাপানের দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
ইরানের সঙ্গে জাপানের দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত

ঢাকা: ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে জাপান। পরমাণু চুক্তির আওতায় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকেই ইরান বিশ্ব অর্থনীতি ও রাজনীতিতে প্রবেশাধিকার পেয়েছে।

এরই ধারায় গত মাসে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় টোকিও।

শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) টোকিওতে চুক্তিটি স্বাক্ষরিত হয়। স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা ও ইরানের অর্থমন্ত্রী আলি তাইয়েবনিয়া।

জাপানি সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, দেশটির প্রতিষ্ঠানগুলো এরই মধ্যে ইরানের সঙ্গে ব্যবসা সম্প্রসারণে সচেষ্ট হয়েছে। এর মধ্যে গাড়িনির্মাতা প্রতিষ্ঠান সুজুকি মোটর কর্পোরেশন সবচেয়ে এগিয়ে।

এছাড়া ইরানের ওপর নিষেধাজ্ঞার ফলে ২০১০ সালে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আযাদেগানে অবস্থিত বিশ্বের অন্যতম বৃহৎ তেলখনিতে বিনিয়োগ প্রত্যাহার করে নিতে বাধ্য হয় জাপান। পরমাণু চুক্তির আওতায় নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় টোকিও ফের ওই তেলখনির কাজ শুরুর চিন্তা করছে।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।