ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে ১০ শিক্ষার্থীকে আহত করে আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
চীনে ১০ শিক্ষার্থীকে আহত করে আত্মহত্যা

ঢাকা: চীনের দক্ষিণাঞ্চলীয় হাইকো শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ের ১০ শিক্ষার্থীকে ছুরি সদৃশবস্তু দিয়ে আহত করে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি।

সোমবার (২৯ ফেব্রুয়ারি) হাইকোর এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে  এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।



হাইকোর লংঘু পুলিশ স্টেশনে কর্মরত ওই পুলিশ কর্মকর্তা জানান, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আত্মহত্যাকারী ব্যক্তি মানসিক সমস্যার কারণে এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে এ ঘটনার পর বিদ্যালয়টির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীদের অভিভাবকরা।

এর আগে ২০১০ সালে চীনের ফুজিয়াং প্রদেশে অনুরূপ এক ঘটনায় আট শিক্ষার্থীকে হত্যা করে ৪২ বছর বয়সী এক ব্যক্তি।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
আরএইচএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।