ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাগদাদে ফের বোমা হামলা, দুই দিনে নিহত ৯২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
বাগদাদে ফের বোমা হামলা, দুই দিনে নিহত ৯২

ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদে চব্বিশ ঘণ্টা পার হতে না হতেই আবারো বোমা হামলার ঘটনা ঘটেছে। এ নিয়ে গত দুই দিনে পৃথক পৃথক বোমা হামলায় অন্তত ৯২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।



সোমবার (২৯ ফেব্রুয়ারি) বাগদাদের মুকদাদিয়াতে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এতে প্রায় ১৪ জন নিহত হন।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আহতদের সংখ্যা জানা না গেলেও নিহতের সংখ্যা বাড়তে পারে বলে দেশটির নিরাপত্তা ও মেডিকেল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

এর আগে রোববার (২৮ ফেব্রুয়ারি) পূর্ব বাগদাদের শিয়া অধ্যুষিত সদর সিটিতে অবস্থিত ম্রেদি মার্কেটের কাছে জোড়া বোমা হামলায় নিহত হন অন্তত ৭৮ জন। এ ঘটনায় আহতের সংখ্যা শতাধিক।

রোববারের বোমা হামলার পরপরই দায় স্বীকার করে নেয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। কিন্তু সোমবারের হামলার ঘটনার দায় স্বীকার করে এখন পর্যন্ত বিবৃতি দেয়নি কোনো সংগঠন।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
আরএইচএস/আরআই

** বাগদাদে বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।