ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফের বিশ্বের সেরা ধনী বিল গেটস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৫ ঘণ্টা, মার্চ ৩, ২০১৬
ফের বিশ্বের সেরা ধনী বিল গেটস ছবি: সংগৃহীত

ঢাকা: আবারো বিশ্বের সেরা ধনী হিসেবে স্বীকৃতি পেয়েছেন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।

মঙ্গলবার (০১ মার্চ) যুক্তরাষ্ট্রের প্রখ্যাত ফোর্বস ম্যাগাজিনে এ তালিকা প্রকাশ করা হয়।

তালিকার এক নম্বর অবস্থানে থাকা বিল গেটসের মোট সম্পদের পরিমাণ ৭৫ বিলিয়ন (সাত হাজার ৫০০ কোটি) ডলার।

বিশ্বব্যাপী ১৮১০ জন বিলিয়নারকে নিয়ে এ তালিকা করেছে ফোবর্স ম্যাগাজিন।

এদিকে, গত ২২ বছরে ১৭ বারের মতো বিল গেটস বিশ্বের সেরা ধনীর মযার্দা পেলেন।

শীর্ষ ধনীর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন স্পেনের ধনকুবের আমানসিও ওরতেগা, তার সম্পদের পরিমাণ ৬৭ বিলিয়ন ডলার। পরের স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের ওয়ারেন বাফেট, তার সম্পদ রয়েছে ৬০ দশমিক ৮ বিলিয়ন। চতুর্থ অবস্থানে থাকা মেক্সিকোর কার্লোস স্লিম হেলু ৫০ বিলিয়ন সম্পদের মালিক এবং পঞ্চম স্থান দখল করা অ্যামাজনের জেফ বেজোসের রয়েছে ৪৫ দশমিক ২ বিলিয়ন ডলারের সম্পদ।

তবে ‍এ তালিকায়  প্রথমবারের মতো সেরা ১০-এ উঠে এসেছেন অ্যামাজনের কর্ণধার জেফ বেজোস ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।

অবশ্য সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে মার্ক জাকারবার্গের। ১৬তম অবস্থান থেকে তিনি এবার একলাফে ষষ্ঠ অবস্থানে এসেছেন। তার মোট সম্পদের পরিমাণ ১১ দশমিক ২ বিলিয়ন ডলার।

বাংলাদেশ সময়: ০৬৩২ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।