কাবুল: আফগানিস্তানের দক্ষিণপূর্বাঞ্চলে ন্যাটোর তিনটি সামরিক ঘাঁটিতে সোমবার বিদ্রোহীরা হামলা চালিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত উভয় পক্ষের মধ্যে এখনো সংঘর্ষ চলছে।
পাকতিকার একটি গ্রামীণ প্রদেশে ন্যাটো সেনাদের উপর এই হামলা চালানো হয়। পাকিস্তানের সঙ্গে দীর্ঘ সীমান্তযুক্ত এই অঞ্চলটি তালেবান জঙ্গিদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। প্রদেশটিতে সীমান্ত সংলগ্ন কয়েকটি এলাকায় ন্যাটোর ঘাঁটি রয়েছে।
আইএসএএফ জানায়, “পাকতিকা প্রদেশের তিনটি সামরিক ঘাঁটিতে আজ মার্কিন ও আফগান বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ শুরু হয়েছে। ”
যৌথ বাহিনী আরো জানায়, লড়াই এখনো চলছে এবং সংঘর্ষে হতাহতদের সম্পর্কে তাঁরা আর কোন তথ্য জানাতে পারছেন না।
উল্লেখ্য, সাধারনত বড় ধরনের কোন হামলা বা হতাহতের ঘটনা না ঘটলে ন্যাটো তাদের সামরিক ঘাঁটির উপর হামলার ঘটনা গোপন রাখে।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৫৪৩ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১০