রিওদেজানিরো: ভেনিজুয়েলার সঙ্গে দ্বন্দ্ব কাটিয়ে নতুন করে সম্পর্ক স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে কলম্বিয়া। সোমবার ব্রাজিলের প্রেসিডেন্টের এক মুখপাত্র একথা জানিয়েছেন।
মুখপাত্র জানান, কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস ব্রাজিলের প্রেসিডেন্টকে টেলিফোনে ওই আগ্রহের কথা জানিয়েছেন। মুখোপাত্র প্রেসিডেন্ট সান্তোসের উদ্ধৃতি দিয়ে বলেন, দুই জাতির পক্ষ থেকে খুব শিগগিরই এ বিষয়ে ঘোষণা আসতে পারে।
এর আগে গত ২২ জুলাই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ভেঙ্গে যায়। এর এক সপ্তাহ পর, কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট আলভারো উরিব অভিযোগ করেন, ভেনিজুয়েলা প্রায় ১৫০০ বামপন্থী বিদ্রোহী ফার্ক ও কলম্বিয়ার দ্বিতীয় বৃহত্তর গেরিলা সংগঠন জাতীয় মুক্তি সেনার (ইএলএন) সদস্যদের আশ্রয় দিয়েছে।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১০