মেক্সিকো সিটি: মাদকের উৎপাদন, বিক্রি ও বিপনন বৈধ করার আহবান জানিয়েছেন মেক্সিকোর সাবেক প্রেসিডেন্ট ভিসেন্তে ফক্স। তিনি একে মাদকের বিরুদ্ধে যুদ্ধের কৈশল হিসেব উল্লেখ করেছেন।
মেক্সিকো সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সহায়তার ভিত্তিতে ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ ’ ঘোষণার এক বছর পর ফক্স তার সাপ্তাহিক ব্লগে ওই মন্তব্য করেন।
ন্যাশনাল অ্যাকশন পার্টির সদস্য মেক্সিকোর বর্তমান প্রেসিডেন্ট ফেলিপ কালডেরনের সঙ্গে ভিন্নমত প্রকাশ করে ফক্স বলেন, মাদকের উৎপাদন, বিক্রি এবং বিপণন বৈধ করতে হবে। এই বৈধতাকে মাদকের বিরুদ্ধে যুদ্ধের কৈশল হিসেবে নিতে পারি। যা আমাদের দেশের অর্থনীতিকে ভেঙ্গে দিয়েছে। এরফলে মাদক ব্যবসায়ীরা লাভবান হচ্ছে।
ফক্স আরও বলেন, মাদকের ওপর উচ্চ হারে কর আরোপ করা হবে। এই অর্থ জনগণের সাহায্যে ও মাদকাসক্তদের চিকিৎসায় ব্যয় করা হবে।
২০০৬ সালের পর থেকে মাদক পাচার রুট নিয়ন্ত্রন নিয়ে মাদক চক্র এবং মাফিয়া বাহিনীর সহিংসতায় ২৮ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১০