ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাবিকসহ নৌকা ফেরত চেয়েছে দক্ষিণ কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, আগস্ট ১১, ২০১০
নাবিকসহ নৌকা ফেরত চেয়েছে দক্ষিণ কোরিয়া

সিউল: নাবিকসহ আটককৃত নৌকা ফিরিয়ে দেওয়ার জন্য উত্তর কোরিয়ার প্রতি বুধবার আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়া। গত সপ্তাহে আটককৃত নৌকা ও এর নাবিকদের ফিরিয়ে দেওয়ার জন্য দেশটির কাছে ফ্যাক্স বার্তা পাঠানো হয়।

ইউনিফিকেশন মন্ত্রণালয় সূত্রে একথা জানাগেছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র লি জং-জো জানান, উত্তর কোরিয়ার কাছে সেনা হটলাইনের ফ্যাক্স বার্তায় আন্তর্জাতিক আইন, প্রথা ও মানবিক নৈতিকতার ভিত্তিতে নৌকা ও নাবিকদের ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

দক্ষিণ কোরিয়ায় অবস্থিত রেডক্রসের নামে উত্তর কোরিয়ার রেডক্রসের কাছে বার্তাটি পাঠানো হয়। তবে এ ঘটনায় পিয়ংইয়ং এর কাছ থেকে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি।

এদিকে দক্ষিণ কোরিয়ার কোস্ট গার্ড জানায়, কোরীয় সমুদ্র সীমানায় প্রবেশের পর নৌকাটিকে আটক করা হয় বলে অনুমান করা হচ্ছে।

উল্লেখ্য, পীত সাগরে দক্ষিণ কোরিয়ার নৌ-মহড়া চলাকালে নৌকা আটক করা হয়।

এদিকে নৌ মহড়ার পাল্টা জবাব দেওয়ার হুমকি দেয় উত্তর কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার সাতজন ও চীনের তিনজনসহ মোট দশজন নাবিককে বহনকারি ৪১ টনের এ জেলে নৌকাটি আটকের পর দু’ দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনা আরও বেড়ে যায়।

এদিকে জেলে নৌকা আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে উত্তর কোরিয়ার শক্তিশালী মিত্র দেশ চীন ।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, আগস্ট১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।