ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মুসলিম বিশ্বকে ওবামা ও হিলারির রমজানের শুভেচ্ছা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, আগস্ট ১২, ২০১০
মুসলিম বিশ্বকে ওবামা ও হিলারির রমজানের শুভেচ্ছা

ওয়াশিংটন: পবিত্র রমজান মাস শুরু হওয়া উপলে যুক্তরাষ্ট্র ও বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি কিনটন।

হোয়াইট হাউজ থেকে দেওয়া এক বিবৃতিতে ওবামা বলেন, ‘আমাদের সবার মনে রাখতে হবে, আমরা যে পৃথিবী গড়তে চাই এবং যে পরিবর্তন চাই তা অবশ্যই শুরু করতে হবে।

নিজেদের হৃদয় থেকে ও নিজস্ব জনগোষ্ঠীর মাধ্যমে। ’

ওবামা বলেন, রমজান মাস আমাদের শিক্ষাদেয়, ন্যায় বিচার, অগ্রগতি, উদারতা এবং সকল মানুষের প্রতি শ্রদ্ধ বোধের। রমজান মাস আমাদের মনে করিযে দেয় ইসলাম এবং মার্কিন মুসরমানরা যুক্তরাষ্ট্রে একটা অংশ। তারা প্রতিনয়িত আমাদের দেশের অগ্রগতির জন্য কাজ করছে।  

বিশ্ব জুড়ে দেড়শো কোটি মুসলমানদের প্রতি শুভ কামনা করে ওবামা বলেন,‘ আল্লাহ আপনাদের ওপর শান্তি বর্ষণ করুন’।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি কিনটনও বিশ্বের মুসলমানদের রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, রমজান মাস হলো আত্নশুদ্ধি ও ভেদাভেদ ভুলার মাস। যুক্তরাষ্ট্রের মুসলমানরা প্রতিদিনই দেশের কল্যানের জন্য কাজ করছে।

বিবৃতিতে জানানো হয়, ওবামা ও হিলারি উভয়ই মার্কিন ইফতার পার্টির আয়োজন করবেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১২২৪ ঘণ্টা, আগস্ট ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।