সান জোস: কোস্টা রিকা গিরিপথে ১৬ জন ব্রিটিশ নাগরিক আটকা পড়েছেন। দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তাদের উদ্ধার করা যাচ্ছেনা।
পর্যটকরা কোস্টা রিকার রাজধানীর দক্ষিণাঞ্চলে শান্তা মারিয়ার একটি পাহাড়ে আরোহন করছিলেন। এ সময় দলের এক নারী সদস্যের পা ভেঙ্গে গেলে তাদের বেরিয়ে আসতে দেরি হয়।
রেডক্রস সংস্থার পরিচালক জুইলারমো আরোয়ো বলেন, ‘আমরা পর্যটকদের কাছে লোক পাঠিয়েছি। তাদের বের করে আনার সব থেকে ভালো পদ্ধতি নেওয়া হয়েছে। কিন্তু আবহাওয়ার উন্নতি হচ্ছে না, এতে উদ্ধার অভিযানে আরও দুই দিন লেগে যেতে পারে’।
অভিযান পরিচালনা করতে ২৮ জন রেডক্রস কর্মী নিয়োজিত করা হয়েছে বলে জানান আরোয়ো।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৩৫০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১০