ইয়াঙ্গুন: দুই দশক পরে নির্বাচনের পথে হাটতে যাচ্ছে সেনা শাসিত মিয়ানমার। আগামী নভেম্বরের সাত তারিখে নির্বাচনের অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে দেশটির সামরিক সরকার।
২০০৮ সালের সংবিধান অনুযায়ী সংসদের এক চতুর্থাংশ আসন থাকবে সেনাবাহিনীর হতে।
তবে এ নির্বাচনে প্রায় দুই দশক কাল যাবত গৃহবন্দী গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সুচি অংশ নিতে পারছেন না। বর্তমানে সাজা ভোগ করতে থাকায় তিনি এ নির্বাচনে অংশ নিতে পারবেন না।
সর্বশেষ ১৯৯০ সালের সাধারণ নির্বাচনে তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি বড় ধরনের জয় পেলেও সামরিক জান্তা সরকার তাকে রাষ্ট্রক্ষমতায় বসতে দেয় নি।
তবে নির্বাচনে অংশগ্রহণ করা না করা নিয়ে বিরোধী শিবিরে এরই মধ্যে বিভক্তি দেখা দিয়েছে।
নেত্রী অং সান সূচীসহ একটি পক্ষ নির্বাচন বর্জনের কথা বলেছে, অপরপক্ষ নির্বাচনে অংশ নিতে আগ্রহী।
বাংলাদেশ স্থানীয় সময়: ১২০০ ঘণ্টা, ১৩ আগস্ট, ২০১০