ঢাকা: ক্যারিবিয়ান সাগরে উৎপন্ন হারিকেন ‘ম্যাথিউ’ দ্রুত শক্তি সঞ্চয় করছে। এটি আরো শক্তিশালী হয়ে সোমবার (০৩ সেপ্টেম্বর) নাগাদ হাইতি ও কিউবায় আঘাত হানতে পারে।
ঘণ্টায় ১৪০ মাইল বাতাসের বেগে হারিকেনটি জ্যামাইকার ৪৬৫ মাইল দক্ষিণ-পূর্ব থেকে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ক্যাটাগরি-১ হারিকেনটি দ্রুতই ক্যাটাগরি-৪ হারিকেনে রূপ নেয়।
এদিকে ‘ম্যাথিউ’র প্রভাবে জ্যামাইকা, হাইতি, কিউবা ছাড়াও কলম্বিয়ার উপকূলে প্রবল বর্ষণ ও ঝড়ের সর্তকর্তা জারি করা হয়েছে।
আবহাওয়াবিদরা হাইতির দক্ষিণাঞ্চল ও জ্যামাইকায় ১০-১৫ ইঞ্চি বৃষ্টিপাতের আশঙ্কা করেছেন। এইকসঙ্গে ভূমিধসে প্রাণহানির বিষয়েও সর্তকতা জারি করা হয়েছে।
হারিকেন ‘ম্যাথিউ’ আগামী দু’দিন গতিপথে থাকা পুয়ের্তিরিকো, ভেনিজুয়েলা, আরুবা, বোনারি, কুরাকাও, কলম্বিয়া, দ্য ডমিনিক রিপাবলিক ও হাইতিতে ব্যাপক তাণ্ডব চালাবে।
বাংলাদেশ সময়: ০৭০৫ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৬
জেডএস