ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দ. কোরিয়ায় ‘চাবা’র আঘাত, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৬
দ. কোরিয়ায় ‘চাবা’র আঘাত, নিহত ৫ ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ কোরিয়ায় আঘাত হেনেছে টাইফুন 'চাবা'। এতে এখন পর্যন্ত ৫জন নিহত এবং বেশকয়েকজন নিখোঁজের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (০৬ অক্টোবর) স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, টাইফুন চাবা’র প্রভাবে ঝড়ো বাতাসসহ ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে দেশটির  দক্ষিণাঞ্চলীয় শহর বুসান ও উলসান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ওইসব অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানসহ, শিল্প প্রতিষ্ঠান ও সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ রয়েছে।  

এদিকে দক্ষিণ কোরিয়ায় আঘাতের পর টাইফুনটি জাপানের দিকে অগ্রসর হওয়ায় দেশটিতে সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। সেইসঙ্গে বাতিল করা হয়েছে বেশকয়েকটি ফ্লাইট।

‘চাবা’ নামটি যেভাবে- উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরে তিনটি গ্রীষ্মমন্ডলীয় সাইক্লোনকে বোঝাতে ব্যবহার করা হয় ‘চাবা’ নামটি। গ্রীষ্মমন্ডলীয় একটি ফুলের নামের সঙ্গে মিল রেখে এই নামটি রাখে থাইল্যান্ড। আর গ্রীষ্মমন্ডলীয় ওই ফুলটি দেখতে অনেকটা আমাদের দেশের জবা ফুলের মতো।

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৬
আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।