ঢাকা, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

মোসাদের আরও একটি গোপন ড্রোন কারখানার খোঁজ পেল ইরান 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৩, জুলাই ১৩, ২০২৫
মোসাদের আরও একটি গোপন ড্রোন কারখানার খোঁজ পেল ইরান 

ইরানের গোয়েন্দারা তেহরানে মোসাদের আরও একটি গোপন ড্রোন তৈরির কারখানার খোঁজ পেয়েছে। গোপন ঘাঁটিটি ইরানের ভেতরে নাশকতা ও গুপ্তচরবৃত্তির উদ্দেশ্যে উন্নত ড্রোন উপাদান সংরক্ষণ ও সংযোজনের জন্য ব্যবহার করা হচ্ছিল।

ইরানের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, অভিযানের সময় এই কার্যক্রমের সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিপুল পরিমাণে উচ্চ প্রযুক্তির ড্রোন যন্ত্রাংশ, যার মধ্যে রয়েছে নজরদারি যন্ত্র, রিমোট কন্ট্রোল ইউনিট এবং বিস্ফোরক ডিভাইস—জব্দ করা হয়েছে।  

এই ঘটনার মাত্র কয়েক সপ্তাহ আগে ইরান দক্ষিণ তেহরানে মোসাদের আরেকটি গোপন ড্রোন ঘাঁটি ধ্বংস করার কথা জানায়, যা দেশটির অভ্যন্তরে ইসরায়েলি গোয়েন্দা তৎপরতার ব্যাপকতা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

এর সঙ্গে সম্পর্কিত আরেক ঘোষণায় ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি ইরানে পরিচালিত অভিযানে মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে ৭০০-র বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে খুজেস্তান প্রদেশে ৫৪ জন এবং বুশেহর অঞ্চলে ৯ জন গ্রেপ্তার হয়েছেন। এই অঞ্চল দুটি ইরানের পরমাণু ও সামরিক স্থাপনাগুলোর জন্য গুরুত্বপূর্ণ।

যদিও গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি, তবে কর্মকর্তারা বলছেন, তারা একটি বিস্তৃত ইসরায়েলি গোয়েন্দা নেটওয়ার্কের সদস্য, যারা তথ্য সংগ্রহ, কৌশলগত স্থাপনায় নাশকতা এবং সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘর্ষ চলাকালীন শত্রুপক্ষের সহায়তা করছিল।

মেহর নিউজ এজেন্সি, গোয়েন্দা সূত্রের বরাতে জানায়, তদন্ত এখনো চলমান এবং সামনে আরও গ্রেপ্তারের সম্ভাবনা রয়েছে।  

সূত্র: মাহের নিউজ

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।