ঢাকা: জাতিসংঘের নতুন মহাসচিব হয়েছেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী আন্তোনিও গুতিয়েরেস। বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলে সর্বসম্মতিক্রমে তাকে এ পদে মনোনীত করা হয়।
শুরুতে নয়জন প্রার্থী জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য দৌড়ে থাকলেও শেষ পর্যন্ত গুতিয়েরেসই নির্বাচিত হলেন।
চলতি বছরের ৩১ ডিসেম্বর জাতিসংঘের বর্তমান মহাসচিব বান কি মুনের মেয়াদ শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করবেন ৬৬ বছর বয়সী এই পর্তুগিজ।
বাংলাদেশ সময়: ০৪২১ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৬
জেডএম/