বেইজিং: বন্যা ও ভূমিধসে নিহত ও দুর্গতদের স্মরণে শনিবার চীনে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।
চীনের মন্ত্রী পরিষদ সূত্রে জানাগেছে, শোকদিবস উপলক্ষে রোববার সারা দেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
এদিকে ভারি বর্ষণে সৃষ্ট ভূমিধসে দক্ষিণ-পশ্চিম চীনে শনিবার আরও ৩৮ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছে। বার্তা সংস্থা সিনহুয়া একথা জানায়।
এছাড়া এ দশকে চীনে সংঘটিত ভয়াবহ ভূমিধসে গানশু প্রদেশে নিহতের সংখ্যা ১ হাজার ২শ’ ৩৯ জনে পৌঁছেছে বলে সিনহুয়া জানায়। এর মধ্যে ৫শ’ ৫ জন এখনও নিখোঁজ আছেন।
এদিকে রোববার পর্যন্ত বর্ষণ অব্যাহত থাকায় গানশু ও সিচুয়ান প্রদেশে আকস্মিক বন্যা, ভূমিধস অব্যাহত থাকবে বলে কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছেন।
ভারি বর্ষণে এ পর্যন্ত ৩০ কোটি ৫০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হওয়াসহ ১৭০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে রাষ্ট্রীয় বন্যা নিয়ন্ত্রণ ও ত্রাণ সংস্থা সূত্রে জানাগেছে।
উদ্ধারকর্মীরা এ অঞ্চলে খাবার পানি, বিদ্যুৎ এবং টেলিযোগাযোগ ব্যবস্থা আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছেন বলে শনিবার সিনহুয়ার প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে।
একইসঙ্গে কাদা মাটির কারণে গানশুর বাইলং নদী প্লাবিত হয়ে বন্যার সৃষ্টি হওয়ায় তা পরিস্কার করারও চেষ্টা করা হচ্ছে।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৭০০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১০