ঢাকা: বিশ্বখ্যাত মোটরগাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান ভক্সওয়াগন বিশ্বের বিভিন্ন দেশ থেকে তাদের মোট ৩০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার কথা ঘোষণা করেছে।
আগামী ৩ বছরের মধ্যে এসব কর্মী ছাঁটাই করা হবে।
শুক্রবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর জানানো হয়।
জার্মানির বিখ্যাত এ প্রতিষ্ঠানটি জানিয়েছে, খরচ কমিয়ে আনার জন্য কর্মী ছাঁটাই করা প্রয়োজন। তবে এসব কর্মীর ২৩ হাজারই জার্মানির। এছাড়া এ ব্যাপারে ইতোমধ্যে প্রতিষ্ঠানটির ইউনিয়ন নেতাদের সম্মতি মিলেছে বলে জানা গেছে।
ভক্সওয়াগনের এ উদ্যোগের ফলে ২০২০ সালের মধ্যে ৩.৭ বিলিয়ন ইউরো মুনাফা থাকবে।
সারাবিশ্বের ৩১টি দেশে বিখ্যাত এ মোটরযান উৎপাদনকারী প্রতিষ্ঠানের মোট ৬ লাখ ১০ হাজার কর্মী রয়েছেন। যার মধ্যে ১ লাখ ২০ হাজার কর্মী কাজ করেন জার্মানিতে।
এর পরিকল্পনা প্রসঙ্গে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ম্যাথিয়াস মুয়েলার বলেছেন, এটা প্রতিষ্ঠানের ইতিহাসে সবচেয়ে বড় আধুনিকীকরণ উদ্যোগ।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
এসআর